২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-১৪, বিজ্ঞান

অধ্যায় দুই : পরিবেশ দূষণ
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় দুই : পরিবেশ দূষণ’ থেকে আরো ২টি বর্ণনামূলক প্রশ্ন এবং ১টি অধ্যায়ভিত্তিক কাজের সমাধান নিয়ে আলোচনা করা হলো।

বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
উত্তর : বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এ কারণেই মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
প্রশ্ন : মাটি ও পানি দূষণের সাদৃশ্য কোথায়?
উত্তর : মাটি ও পানি দূষণের সাদৃশ্য হচ্ছে উভয়ই ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে দূষিত হয়। কৃষি কাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। অপরপক্ষে, পয়ঃনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এ ছাড়া ময়লা-আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়।
অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
প্রশ্ন : কী কী কারণে পরিবেশ দূষিত হয়?
উত্তর : বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হয়। যথা-
১. কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষিত হয়। ফলে পরিবেশ দূষিত হচ্ছে।
২. হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদির কারণে মাটি দূষিত হওয়ায় পরিবেশ দূষিত হয়।
৩. খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে, কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এসব বৃষ্টির পানির সাথে বা বিভিন্নভাবে পুকুর, ডোবা, খাল, বিল ও নদীর পানিতে মিশে পানি দূষিত করছে। ফলে পরিবেশ দূষিত হচ্ছে।
৪. অনেকে পুকুর ও জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি করছে, যার ফলে পানি দূষিত হচ্ছে। কলকারখানার বর্জ্য, বাড়িতে ব্যবহৃত আবর্জনা ইত্যাদির মাধ্যমেও নানাভাবে পানি দূষিত হয়ে পরিবেশ দূষিত হয়।
৫. অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ, শিল্পকারখানা স্থাপন, যানবাহন চালানো, ইটভাটায় ইট পোড়ানো ইত্যাদি কারণে বায়ু দূষিত হচ্ছে। ফলে পরিবেশ দূষিত হয়।


আরো সংবাদ



premium cement
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের বড় হুমকি রাশিয়া : মেলোনি মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের নিন্দা গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই গৌরীপুরে যৌথবা‌হিনীর অভিযা‌নে ছাত্রলীগ নেতা গ্রেফতার নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালক নিহত বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন কমতে পারে রাতের তাপমাত্রা

সকল